মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রায়হানুল আবিদ দিব্য (২০) নামের ওই কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরিদল রাতে আড়মাঝি মধুমতি নদীর ঘাটে এসে পৌঁছায়। আধঘণ্টার চেষ্টায় দিব্যর মরদেহ উদ্ধার করেন তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
জানা যায়, নিহত দিব্য উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের হান্নান মোল্যার ছেলে। তিনি বগুড়া মাজিদুল হক কলেজে রসায়ন বিভাগের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা সপরিবারে বগুড়ায় বসবাস করছিলেন। এক সপ্তাহ আগে আড়মাঝি গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে আসেন। তিনি সাঁতার জানতেন না।
ওইদিন দুপুরে পরিবারের নিষেধ সত্ত্বেও নদীতে গোসলের জন্য বাড়ি থেকে বের হন দিব্য। পরে আড়মাঝি গ্রামের উত্তর পাড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। এসময় স্থানীয়রা তার ফুপার বাড়িতে সংবাদ দেন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও দিব্যর কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরিদলকে খবর দেওয়া হয়।
এএ