কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুই দফায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, যার ফলে ঢাকা–সিলেট–চট্টগ্রাম এবং ঢাকা–কিশোরগঞ্জ রুটে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটে প্রায় ৯ ঘণ্টা রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে।
বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টার দিকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে বগিটি উদ্ধার ও লাইন মেরামতের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে প্রথম দফার এই সংকট কাটলেও আবারও বিপত্তি দেখা দেয়। ভৈরবে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ভৈরবের ২৯ নম্বর সেতুতে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ইঞ্জিন মেরামত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
বিজ্ঞাপন

রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ঢাকা মেইলের বগি লাইনচ্যুতির ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার সময় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।

উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন ভৈরব বাজারে এই ধরনের দুর্ঘটনা ও পরবর্তী ইঞ্জিন বিকলের ঘটনায় রেল পরিচালনার নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/এসএস

