মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

১ মণ দুধ দিয়ে গোসল করলেন ইজিবাইক চালক, কানে ধরে- আর করবেন না বিয়ে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

১ মণ দুধ দিয়ে গোসল করলেন ইজিবাইক চালক, কানে ধরে- আর করবেন না বিয়ে
ইজিবাইক চালক রাজ্জাক মণ্ডল।

নিজ স্ত্রীকে সর্বস্ব দিয়েও ধরে রাখতে পারলেন না ঝিনাইদহের রাজ্জাক মণ্ডল। এমন ভয়াবহ প্রতারণায় শোকে বিহ্বল হয়ে ৪০ কেজি গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করলেন তিনি। যা এলাকায় ফেলেছে চাঞ্চল্য। এ ধরনের ঘটনায় হতভম্ব এলাকাবাসী।

ইজিবাইক চালক ৪২ বছরের রাজ্জাক সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে বাসিন্দা।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন ঝিনাইদহের রাজ্জাক মণ্ডল। কিন্তু সেই সুখ তার বেশিদিন সইলো না। ৪ বছর আগে ইজিবাইকচালক রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় পাশের ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে রিক্তা খাতুনের। দরিদ্র হলেও সোনার গহনা, নগদ টাকা এবং নিজের গরু দিয়েও এ সংসার তিনি টেকাতে পারলেন না। রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী থাকার পরও ২০২২ সালে রিক্তা নামে ওই মহিলাকে প্রেম করে বিয়ে করেন। বিবাহের পর থেকেই ২য় স্ত্রীর ভালোবাসা পেতে সর্বস্ব দেয় রাজ্জাক। ২য় স্ত্রীকে নিয়ে একটু ভালো থাকতে পরিবার থেকে আলাদা বসবাসও শুরু করেন। অবশেষে ৪ বছর পর ২য় স্ত্রী রিক্তা শর্ত দেন, তার সঙ্গে সংসার করতে হলে বাবা-বা, সন্তান ও ১ম স্ত্রীসহ ভাই-বোন সবার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সেই শর্ত না মানায় স্ত্রী তালাক দেন। সেই ক্ষোভের কারণেই তিনি এক মন দুধ দিয়ে গোসল করেন।

1e12fd7a-1538-4ead-a91d-b3687bc8dea2

প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, আমাদের ৩ সন্তান রয়েছে। তারপরও সে রিক্তাকে ৪ বছর আগে বিয়ে করে। দুই সংসারই চালাতো সে। সে সব কিছুই দিয়েছে। টাকা পয়সা, গহনা এমনকি গোয়ালের গরু পর্যন্ত দিয়েছে সংসার করতে। কিন্তু লাভের লাভ শেষপর্যন্ত তালাক।

রাজ্জাক মণ্ডলের মা জহুরা খাতুন জানান, আমার ছেলেকে কাজি ডেকে এনে তালাক দিয়েছে রিক্তা (ছোট বউ)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

এলাকাবাসী গঞ্জের মিয়া জানান, তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে দুধ দিয়ে গোসল এলাকাই এ ধরনের ঘটনা এটিই প্রথম। আমার বিভিন্ন জায়গায় এমন দেখি। তবে এমন ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃস্টি করেছে।

fc47c884-56b3-40f5-9fc7-4753ef9052d2

রাজ্জাক মণ্ডল জানান, আমি চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। সে আমাকে তালাক দিয়েছে। তার দাবি ছিল, মা ও প্রথম স্ত্রী এবং সন্তানদের দেখাশুনা করা যাবে না, তাদের সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। তাকে নিয়ে আলাদা হয়েছি। সবই পীড়াপীড়িতে করেছি। সন্তানদের সাথে সম্পর্ক রাখা যাবে না এমন প্রস্তাব আমি মানতে না পারায় সে আমাকে তালাক দেয়।

রাজ্জাক মণ্ডল উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত শাহজদ্দী মণ্ডলের ছেলে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর