বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা সেই জামায়াত নেতাকে অব্যাহতি
আপত্তিকর বক্তব্য দেওয়ায় মো. শামীম আহসানকে বহিস্কার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মো. শামীম আহসানকে জামায়াত ইসলামী বাংলাদেশের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মহিবুল্লা হারুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।


বিজ্ঞাপন


অব্যাহতিপত্রে শামীম আহসানের বিষয়ে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসান। এ সময় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। শামীম আহসানের এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী।

আরও উল্লেখ করা হয়, ‘সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এমন কর্মকান্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্তক্রমে মো. শামীম আহসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সকল প্রকার দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

এ বিষয়ে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, শামীম আহসানের বেফাঁস বক্তব্যে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরণের বক্তব্য আমাদের কাম্য নয়। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এমন বেফাঁস কথাবার্তা কারোরই কাম্য নয়। ভবিষ্যতে যাতে কেউ আর এমন কোনো মন্তব্য না করে, সে কারণেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানকে দলীয় পদ এবং সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান।


বিজ্ঞাপন


তিনি তার ওই বক্তব্যে বলেন, ‘নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।’ জামায়াত নেতা শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করতে শুরু করেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর