বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাওয়া প্রান্তের টোল প্লাজার পাশে 'ডিবি সেজে' ডাকাতির প্রস্তুতি, আটক ৬

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

মাওয়া প্রান্তের টোল প্লাজার পাশে 'ডিবি সেজে' ডাকাতির প্রস্তুতি, আটক ৬
গ্রেফতার ডাকাত চক্রের ৬ জন, ও ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যদের ছবিটি শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে তোলা- ঢাকা মেইল।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজার কাছে, 'ডিবি সেজে' ডাকাতির চেষ্টাকালে, গোয়েন্দা পুলিশের তৎপরতায় ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক ৬ ডাকাত আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানা টোল প্লাজার সামনে থেকে অভিযুক্তদের আটক করা হয়।

1d5d0f81-912a-4a7a-ae66-783476179127

এর মধ্যে, সাবেক এক সেনা সদস্য ও পুলিশের সাবেক দুই চাকরিচ্যুত সদস্যসহ ৬ জন রয়েছে।

এ সময় অভিযুক্তদের গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছে, ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকি-টকি সেট ও ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ১টি লেজার লাইট। এ ঘটনায় অভিযুক্তদের ব্যবহার করা হাইস গাড়িটি জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নারায়ণগঞ্জে অটোচালক সোহেল হত্যার ঘটনায় গ্রেফতার ৫

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতির প্রস্তুতি চলছিল বলে অভিযুক্তরা স্বীকার করেছে। এছাড়া গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

98861189-4645-4dd9-81c0-5c0c5520f4f3

এদিকে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক রাসেল ঢাকা মেইলকে বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল। তারা পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।

তিনি বলেন, চৌকস গোয়েন্দা অফিসার আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়েছে।

f9b88224-ff60-4d36-9493-ee5d9fc19786

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর