বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে অটোচালক সোহেল হত্যার ঘটনায় গ্রেফতার ৫

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে অটোচালক সোহেল হত্যার ঘটনায় গ্রেফতার ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি হত্যার সঙ্গে যুক্ত। বাকিরা হত্যার পরে লুট করে নেওয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, অটোরিকশা লুটের উদ্দেশে চালক সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্কচটেপ পেঁচিয়ে হত্যা করে ঘাতকরা। অটোরিকশাটিকে ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যার পরেই তা লুট করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


পুলিশ সুপার জানান, প্রথমে হত্যার সঙ্গে জড়িত সুজন মিয়া (৩৩) ও শফিকুল ইসলাম হীরাকে (৩৯) গ্রেফতার করা হয়। পরে অটোরিকশাটি কেনাবেচার সঙ্গে জড়িত আরও তিনজন দুলাল (৪৫), আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়। লুট হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

পালাতে গিয়ে মাছের ঘেরে কাদায় আটকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কচটেপ মোড়ানো প্রতিবন্ধী অটোচালক সোহলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মহাসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, বড় মেয়ে লামিয়া নবম শ্রেণির ও সুরাইয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর