বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পালাতে গিয়ে মাছের ঘেরে কাদায় আটকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

পালাতে গিয়ে মাছের ঘেরে কাদায় আটকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ দোকানের সামনে এসে থামে যৌথ বাহিনীর তিনটি গাড়ি। পরিস্থিতি বুঝে কৌশলে দোকান থেকে বেরিয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। তবে সেখানেই কাদায় আটকে পড়েন। পরে যৌথ বাহিনীর সদস্যরা কাদায় নেমে তাকে গ্রেফতার করেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায়।

গ্রেফতার ব্যক্তির নাম দিদারুল হক সিকদার। তিনি কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং প্রায় এক যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আরও পড়ুন

চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্থানীয় বাসিন্দারা জানান, দিদারুল হক সিকদার সাবেক সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তিনি ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০২১ সালে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, দিদারুল হক সিকদার হত্যাসহ মোট তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম হত্যার মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতার দিদারুল হক সিকদারকে আজ শনিবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর