মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রোদ ঝলমল পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, নাজেহাল মানুষ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

রোদ ঝলমল পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, নাজেহাল মানুষ

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় উত্তরের জনপদ পঞ্চগড়ে সকাল সকাল সূর্যের দেখা মিলেছে। রোদ ঝলমলে করলেও জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বাড়লেও কনকনে শীতে নাজেহাল এই জনপদের মানুষ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় টায় তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল। এসময় বাতাসের গতিবেগ ছিল ৫-৬ কিলোমিটার। গতকাল সোমবার দিনের  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন,সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। 


বিজ্ঞাপন


এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতাল গুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 


বিজ্ঞাপন


তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল। কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। গতকাল সোমবার দিনের  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর