মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, হামলায়  র‌্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে র‍্যাব কর্মকর্তা ও সদস্যরা হামলার শিকার হয়েছেন। ঘটনায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক মো. তওহীদ নিহত হয়েছেন। চারজন গুরুতর আহতকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি র‍্যাব টিম আসামি গ্রেফতারের জন্য অভিযান চালাতে গেলে স্থানীয় দুর্বৃত্তরা তাদের আটকে বেদম প্রহার করে। পরে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নিহত তওহীদ র‍্যাবের ডেপুটেশনে বিজিবি থেকে যোগ দিয়েছিলেন।


বিজ্ঞাপন


জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অবৈধ বসতি, পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। স্থানীয় ভৌগোলিক অবস্থার কারণে বাহিনীকে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। বাহিনীর গাড়ি এলাকা প্রবেশ করলেই পাহারাদাররা আগাম খবর পেয়ে দুর্বৃত্তরা পাহাড় থেকে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। লিংক রোড সংলগ্ন এই এলাকায় সরকারি খাস জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। জমি দখল ও আধিপত্য বিস্তারের কারণে এলাকায় দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ড, সংঘর্ষ ও সন্ত্রাসী তৎপরতা চলছে।

গত বছর দেশের রাজনৈতিক পরিবর্তনের পর পাহাড় দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে একাধিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন বারবার অভিযান চালিয়ে পাহাড় কাটা ও উচ্ছেদে চেষ্টা করলেও নিরাপত্তা ও ভৌগোলিক বাধার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।


বিজ্ঞাপন


সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর