মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৭
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৭। ছবি: প্রতীকী

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বংশাল, কলাবাগান, শেরেবাংলা ও মুগদা থানায় দিনব্যাপী অভিযান চালানো হয়। বংশাল থানা ৪ জন, কলাবাগান থানা ৪ জন, শেরেবাংলা থানা ৩ জন এবং মুগদা থানা ১৬ জনকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


বংশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন।

কলাবাগান থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া চারজন হলেন মো. আলিফ চুকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।

শেরেবাংলা থানা পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান (৩০)।

মুগদা থানার পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর