রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যশোরে দুটি পোষা বিড়ালকে নির্মমভাবে পেটানোর অভিযোগ, একটির মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

যশোরে দুটি পোষা বিড়ালকে নির্মমভাবে পেটানোর অভিযোগ, একটির মৃত্যু

যশোরের মণিরামপুরে দুটি পোষা বিড়ালকে নির্মমভাবে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এতে একটি বিড়ালের মৃত্যু হয়েছে, অপরটির অবস্থাও গুরুতর। ঘটনাটি যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় ঘটেছে।

এ ঘটনায় বিড়াল দুটোর মালিক জিল্লুর রহমান রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মণিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


বিজ্ঞাপন


বিড়ালের মালিক জিল্লুর রহমান জানান, তিনি একজন মোবাইলফোন ব্যবসায়ী। বাড়িতে দুটো বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটো প্রতিবেশী হিরার বাড়িতে গেলে ঘরের ভেতরে আটকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। এরপর মৃত ভেবে ঘরের দরজা খুলে দিলে একটি বিড়াল কোনোরকমে বাড়িতে এসে পৌঁছায়। সেটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

তিনি আরও জানান, এরপর দ্বিতীয় বিড়ালটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ওই বিড়ালটিকে রক্তাক্ত অবস্থায় পাই। হিরা বিড়ালটিকে পিটিয়ে তার কয়েকটি দাঁত ভেঙে দিয়েছে। এছাড়া বিড়ালটির ডানচোখে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার বিড়াল দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দফতরে আনার পর একটির মৃত্যু হয়েছে।

জিল্লুর রহমান বলেন, ছুটির দিন থাকায় উপজেলা প্রাণিসম্পদ দফতর বন্ধ পাওয়া গেছে। পরে মণিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


বিজ্ঞাপন


অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুসাইন কবির হিরা বলেন, জিল্লুরের বিড়াল বিভিন্ন সময়ে বাড়িতে এসে উৎপাত করে। শুক্রবার দুপুরে একটি বিড়াল ঘরে রান্না করা মাংস খেয়েছে। এজন্য ওটাকে কয়েকটি বাড়ি মেরেছি। অন্যটিকে মারিনি, ওটা আমার বাড়ি আসে না।

59540801-1e0b-4010-9f81-9bdc535601f2

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর