নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজে বাধা দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, সাইদুর রহমান ভুইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা না করে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আদালত চলাকালে তা অবমাননা করেছেন। বিষয়টিকে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, এর আগে চেয়ারম্যান এবং ইউএনও মাসুদুর রহমানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের সময় ইউপি চেয়ারম্যানের ভাই মো. পারভেজকে আটক করা হয়। পরে চেয়ারম্যান ইউএনওর কাছে প্রশ্ন তোলেন কেন মোবাইল কোর্ট পরিচালনা করা হলো এবং অনুমতি নিয়ে আসেননি। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের বিষয়ে প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। চেয়ারম্যানের আচরণ বিষয়ে সমস্ত প্রমাণসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, আইনগত ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
এআর

