নেত্রকোনার মদনে ১০০ ইয়াবা ও নদগ সাড়ে ৬ লাখ টাকাসহ ফারুক (৪০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকা টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আজ রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
ফারুক আহমেদ কাইটাইল ইউনিয়নের বাঁশরি দুর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতে ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, মাদক ও নগদ টাকাসহ ফারুক নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।=
প্রতিনিধি/এসএস

