রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নড়াইলে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে শিকদার লিমন (৩৫) নামে যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে যৌথবাহিনী।

পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্য পায়, উপজেলার ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছেন। পরে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। তবে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।

পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ, এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পাসপোর্ট ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর