রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুরে র‍্যাবের অভিযানে পিস্তল, শুটার গান ও তাজা গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে র‍্যাবের অভিযানে পিস্তল, শুটার গান ও তাজা গুলি উদ্ধার

দিনাজপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নড়াইলে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টায় র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর শিক্ষাবোর্ড, সাকিনস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের মেইন গেটসংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।

এসময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর