জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ফিশারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘণ্টাখানেক আটকা পড়ে। দুর্ভোগে পড়ে এই রেলপথে চলাচলকারীরা।
বিজ্ঞাপন

রেলপথ অবরোধের সময় জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন জানান, কয়েকদিন আগে গঠন করা হলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুইটি কমিটি প্রকাশ করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা পদ পেলেও পদবঞ্চিত রাখা হয়েছে ছাত্রদলের অনেক নেতাকর্মীদের। এছাড়াও গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে রাখা হয়নি এই কমিটিতে।
পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, অতিদ্রুত এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে।

বিজ্ঞাপন
পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান বলেন, ‘যারা আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ না। যারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।’

তবে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘যারা আন্দোলন করছে তারা সবাই ছাত্রদলের। বিগত সময়ের আন্দোলনকারী, ত্যাগী ও রাজপথের সাহসী সৈনিক। এদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। তাই তারা আন্দোলন করছে। আর এই আন্দোলনের বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছে কেন্দ্র।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘ ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। দুপুর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’
প্রতিনিধি/এসএস

