রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিলেটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

সিলেটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিলেটের গোয়াইনঘাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে লুনী গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পনীগঞ্জ- এই তিন উপজেলা নিয়ে গটিত সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক একাধিক বারের মেয়র ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী স্যামা হক চৌধুরী।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

অনুষ্ঠানে স্যামা হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ গণতন্ত্রের এক আপসহীন এক নক্ষত্র, যিনি সারা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি বাংলাদেশের মানুষের কাছে কেমন জনপ্রিয় ছিলেন তা তার মৃত্যুর পর গোটা দেশ ও জাতি দেখেছে। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের মমতাময়ী মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।


বিজ্ঞাপন


7ebc4b83-0a4d-4f88-a2eb-b7a747684225

একই সঙ্গে তিনি আরও বলেন, আপনারা সবাই নিশ্চই জানেন আগামী ১২ ফ্রেব্রয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট- জৈন্তাপুর- কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকে নির্বাচন করার জন্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত করেছিলেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মধ্যে নেই। তার এই মনোনীত আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে মিলেমিশে নিরলসভাবে কাজ করার আহ্বান জানাই। 

এ সময় স্যামা হক চৌধুরী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, যেন মহান আল্লাহ পাক যেন প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর