চুয়াডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সাহিদ গার্ডেনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে হোটেল সাহিদ প্যালেস।
বিজ্ঞাপন
দোয়া মাহফিল ও কুলখানিতে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম জুনায়েদ আল-হাবিবি।

দোয়া ও কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়ে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান সিআইপি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়েছে। এতে হাজার হাজার নারী-পুরুষ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গাবাসীর সম্মিলিত সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করছি- তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দেন।

কুলখানি আয়োজনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা ও আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
প্রতিনিধি/এসএস

