রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দেশে প্রথম পাথর দিয়ে ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা বানিয়ে চলছে রটন্তী পূজা

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

দেশে প্রথম পাথর দিয়ে ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা বানিয়ে চলছে রটন্তী পূজা
সম্পূর্ণ পাথর দিয়ে বানানো ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা।

বাংলাদেশে এই প্রথমবারের মতো সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয়েছে ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গণপত্যা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা।


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) গণপত্যা সার্বজনীন ১৪ হাত কালী মন্দির প্রাঙ্গনে এ রটন্তী কালীকা পূজা শুরু হয়।

5dcc993d-1f9a-4426-bd76-d50a4f156209

আয়োজকরা জানান, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার (১৭ জানুয়ারি) চতুদর্শী রাত্রি শ্রী শ্রী রটন্তী কালীকা মায়ের পূজা, ৪-৫-৬ মাঘ (১৮-১৯-২০ জানুয়ারি) রোববার-সোমবার ও মঙ্গলবার প্রসাদ বিতরণ ও আরতী প্রতিযোগিতা, ৭ মাঘ (২১ জানুয়ারি) মায়ের বিসর্জন অনুষ্ঠিত হবে।

পূজায় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মাগুরা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন ভক্ত ও দর্শনার্থীরা।


বিজ্ঞাপন


8f9912bb-8268-4c6f-b696-4642e42d7611

৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা উপলক্ষ্যে মন্দির প্রঙ্গণে দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন প্রকারের মিষ্টি মণ্ডা, ভাজা,কসমেটিক ও বাচ্চাদের খেলনার দোকান বসেছে।

দর্শনার্থী প্রিয়া বিশ্বাস বলেন, মায়ের কাছে আমাদের সবার জন্য প্রার্থনা করেছি যেন সবার মঙ্গল হয়।

43f477d4-60ec-498b-9f80-05311e92ccd3

দর্শনার্থী রমেন বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গণপত্যা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা। পূজা উপলক্ষ্যে মেলা বসেছে। মেলায় দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন প্রকারের মিষ্টি মণ্ডা, ভাজা,কসমেটিক ও বাচ্চাদের খেলনার দোকান বসেছে।

a9efd0c4-6765-439d-bae7-12f23d75f1a0

আরও পড়ুন

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

গণপত্যা সার্বজনীন পূজা কমিটির কোষাধক্ষ্য শিশির কুমার মণ্ডল বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) শনিবার চতুদর্শীতে গণপত্যা সার্বজনীন পূজা মন্দিরে মায়ের চরণ বন্দনা হচ্ছে।

720b0297-9cd7-4bb6-b936-a9670de68aca

গণপত্যা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল সন্যাসী বলেন,প্রতি বছর আমরা মাটি দিয়েই ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা তৈরি করি। এ বছর ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা উপলক্ষ্যে সম্পূর্ণ পাথর দিয়ে ১৪ হাত দীর্ঘ কালি প্রতিমা তৈরি করা হয়েছে। মন্দিরে স্থায়ীভাবে প্রতিমা স্থাপন করা হয়েছে।

c709ff8e-1239-4578-8ac3-93853b0781b0

তিনি আরও বলেন, মায়াময় এই সংসার বন্ধনে আবদ্ধ হয়ে অধর্ম, মিথ্যা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা আজ ভুলতে বসেছি সর্বশক্তির আধার সেই মহামায়ের অসীম শক্তির কথা। পরিবার পরিজন নিয়ে আমরা আজ ব্যস্ত হয়ে পড়েছি সাংসারিক সুখ ভোগের আশায়। আহার, নিন্দ্রা, স্ত্রী-পুত্র, স্বজন পরিজনের প্রতি স্নেহ ভালোবাসা, ধন-সম্পতির মোহ সর্বোপরি সংসারের যাবতীয় কামনা বাসনা হতে নিজেকে মুক্ত করে দেহ-মনে এক হয়ে কেবল মহামায়ের স্বরুপ কল্পনায় নিজেদেরকে নিয়োজিত করতে মলেই কেবলমাত্র সেই করুনাময়ী মায়ের কৃপা লাভ সম্ভব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর