দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তি মালিকানাধীন কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেছেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
খুলনার ঝিমিয়ে পড়া অর্থনীতিতে প্রাণ ফেরাতে এবং বেকারত্ব দূর করতে এখানে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) আদলে একটি অত্যাধুনিক শিল্প নগরী গড়ে তোলা হবে। খুলনার শিল্পাঞ্চলখ্যাত খালিশপুর ও দৌলতপুর এলাকার হারানো গৌরব ফিরিয়ে আনতে এক মহাপরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দৌলতপুরের ৩ নং ওয়ার্ডের মধ্যডাঙ্গাবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হলো কর্মসংস্থান এবং এই অভাব দূর করতে হলে পরিকল্পিত ও আধুনিক শিল্পায়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, খুলনার সোনালী অতীত ছিল এই কলকারখানা গুলো। এই অচলাবস্থা কাটাতে, বন্ধ হয়ে যাওয়া জুট মিলসহ সব কলকারখানা পুনরায় চালু করা হবে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এসব মিলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, খুলনার ভৌগোলিক অবস্থান ও মোংলা বন্দরের বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়ে এখানে বড় আকারের নতুন বিনিয়োগ আনা সম্ভব। ইপিজেডের আদলে শিল্প নগরী গড়ে তোলা হলে, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা খুলনার প্রতি আকৃষ্ট হবেন। যা পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং দৌলতপুর থানা ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিনিধি/এসএস

