শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আনোয়ার আলদীনের উদ্যোগে পাইকগাছায় ৩ হাজার কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

আনোয়ার আলদীনের উদ্যোগে পাইকগাছায় ৩ হাজার কম্বল বিতরণ

দক্ষিণ খুলনার পাইকগাছায় তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এই শীতবস্ত্র বিতরণ করেন। অন্তত দশটি গ্রামের প্রান্তিক জনপদের মানুষ এই সহায়তার আওতায় এসেছে।


বিজ্ঞাপন


বিতরণ অনুষ্ঠানে আনোয়ার আলদীনের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক এবং কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম। এছাড়া স্থানীয় ছাত্রদল ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে আনোয়ার আলদীন বলেন, ‘শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। এই অঞ্চলের অসহায় মানুষদের নিয়মিত সাধ্যমতো সাহায্য করার চেষ্টা আমরা করে যাচ্ছি। মসজিদ, মাদরাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে আমরা কাজ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘সবার সম্মিলিত চেষ্টায় দরিদ্র মানুষদের শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব। এই এলাকায় আমাদের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

stss


বিজ্ঞাপন


অনুষ্ঠানে জানানো হয়, শীতকালীন ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) ওই অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর