শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মানিকগঞ্জের-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানিকগঞ্জের-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এস এম আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলাম।


বিজ্ঞাপন


শরিফুল ইসলাম বলেন, মানিকগঞ্জ-০২ আসন থেকে এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টির সমর্থন নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। গত ৪ জানুয়ারি যাচাই বাছাইয়ের দিন জেলার রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে উক্ত রায়ের বিরুদ্ধে ১৩ জানুয়ারি উচ্চ আদালতে রিট করেন তিনি। গত ১৪ জানুয়ারি বিচারপতি রাজিক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চের শুনানিতে এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উক্ত শুনানিতে এস এম আব্দুল মান্নানের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী ও রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. আহসান হাবিব অংশ নেন।

আরও পড়ুন

নির্বাচনি তহবিল গড়তে জনগণের সহায়তা চান বাসদ প্রার্থী রাজু

তিনি আরও বলেন, এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বৈধতার কাগজ ইতোমধ্যে নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এস এম আব্দুল মান্নানের আইনজীবী বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টটি ভুলবশত হয়েছে। উচ্চ আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং নির্বাচন কমিশন ও মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারকে এস, এম, আব্দুল মান্নান এর মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর এস এম আব্দুল মান্নান বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। নির্বাচনে বিজয় হলে মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।

প্রতিনিধিউ/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর