শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনি তহবিল গড়তে জনগণের সহায়তা চান বাসদ প্রার্থী রাজু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

নির্বাচনি তহবিল গড়তে জনগণের সহায়তা চাচ্ছেন বাসদ প্রার্থী রাজু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি মাঠে বড় দলগুলোর কোটি টাকার প্রচারণার বিপরীতে ভিন্ন এক বার্তা তুলে ধরেছেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনের বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকে প্রার্থী রাজু আহমেদ। নির্বাচনি তহবিল গড়তে মাঠের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমই বেছে নিয়েছেন তিনি। ফেসবুক পোস্ট, মেসেঞ্জার বার্তা ও হোয়াটসঅ্যাপে আর্থি সহযোগিতা চেয়ে তার আহ্বান ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।

বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাজুর ভাষ্য, এই নির্বাচন ধনী আর কালো টাকার মালিকদের জন্য নয়, এটি শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তাই নির্বাচনি তহবিলও আসবে জনগণের কাছ থেকেই।


বিজ্ঞাপন


তাঁর দাবি, বড় দলের প্রার্থীদের মতো ব্যবসায়ী কিংবা প্রভাবশালী মহলের অর্থে নয়, সামান্য সামর্থ্য থাকা সাধারণ মানুষের সহযোগিতাই তাঁর শক্তি।

রাজু বলেন, আমি নির্বাচনে জয়ী হই বা না হই, এই প্রচেষ্টা প্রমাণ করে জনগণের ওপর ভর করেই বিকল্প রাজনীতি সম্ভব। তিনি অভিযোগ করে বলেন, প্রচলিত রাজনীতিতে কালো টাকা ও পেশিশক্তির দাপটে সাধারণ মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে যায়।

আরও পড়ুন

ফেনীতে উঠান বৈঠকে ভোট চাওয়ায় প্রার্থীর ভাইকে জরিমানা

হাট-বাজার, পাড়া-মহল্লা ও শ্রমিক সমাবেশে গিয়ে রাজু নিজের নির্বাচনি গণসংযোগ ও ব্যয় সম্পর্কে খোলাখুলি কথা বলছেন তিনি। নির্বাচনি তহবিলে আর্থিক সহযোগিতা করার ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৭১৬৯৬০১৯৮, নগদ: ০১৭১৬৯৬০১৯৮, রকেট: ০১৭১৬৯৬০১৯৮ ও ব্যাংক একাউন্ট নম্বর: ৫২১৫৯০১০১৭০৪১ সোনালী ব্যাংক পিএলসি, রাজীবপুর শাখা, কুড়িগ্রাম।


বিজ্ঞাপন


সমর্থকদের মতে, এই উদ্যোগ রাজনীতিতে স্বচ্ছতা ও নৈতিকতার নতুন দৃষ্টান্ত তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাসদ (মার্কসবাদী) প্রার্থী রাজুর এই উদ্যোগ নির্বাচনি রাজনীতিতে ব্যতিক্রমী বার্তা দিচ্ছে। যদিও অর্থনৈতিকভাবে এটি বড় চ্যালেঞ্জ, তবে আদর্শিক রাজনীতির প্রশ্নে রাজুর এই অবস্থান ইতোমধ্যে ভোটারদের একাংশের দৃষ্টি কেড়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর