শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনীতে উঠান বৈঠকে ভোট চাওয়ায় প্রার্থীর ভাইকে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

ফেনীতে উঠান বৈঠকে ভোট চাওয়ায় প্রার্থীর ভাইয়ের জরিমানা
ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে, ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চাঁদপুরে বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে শোকজ

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৌশুল্লা গ্রামে ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও তার স্ত্রী শাহিনা আকবর। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহাম্মদ ডিপলু জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহিদুল আলম জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর