শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আচরণবিধি লঙ্ঘন

চাঁদপুরে বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুইজন সিভিল জজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক এই নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মতলব উত্তর উপজেলা বিএনপি’ গ্রুপে আলমগীর সরকার নামের একটি আইডি থেকে প্রতীকসহ ভোট চেয়ে ফটোকার্ড পোস্ট করা হয়েছে। অন্যদিকে, চাঁদপুর-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদ গত ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক 'মেঘনা বার্তা' পত্রিকায় নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। উভয় প্রার্থীর ক্ষেত্রেই এই কাজগুলো নির্বাচনি আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন, কারণ নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।


বিজ্ঞাপন


এমন পরিস্থিতিতে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ২০ জানুয়ারি (সোমবার) সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তোফায়েল আহমদকে বেলা সাড়ে ১১টায় সিভিল জজ আদালত, মতলব এবং ড. মো. জালাল উদ্দিনকে সকাল ১০টায় সিভিল জজ আদালত, শাহরাস্তি (জেলা জজ আদালত ভবন)-তে উপস্থিত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বক্তব্য ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

চাঁদপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান শম্পা ইসলাম এবং চাঁদপুর-২ আসনের কমিটির চেয়ারম্যান শুভ ইসলাম সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অতিসত্বর এই নোটিশ জারি করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর