বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে এনসিপি ছেড়ে অর্ধশত নেতাকর্মীর গণঅধিকারে যোগদান

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে এনসিপি ছেড়ে অর্ধশত নেতাকর্মীর গণঅধিকারে যোগদান

এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল ইসলাম সালমান অর্ধশত কর্মীসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলা গণঅধিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন তিনি।


বিজ্ঞাপন


নব্য যোগদান করা মো. সজিবুল ইসলাম সালমান বলেন, জুলাই আন্দোলনের সময় আমি পটুয়াখালীতে সামনে থেকে সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। ৫ আগস্ট-পরবর্তী সময়েও মাঠে থেকে আন্দোলনে সরব ছিলাম। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি রাজনৈতিক দল গঠন করলে আমি পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির সিনেমার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু সাম্প্রতিক সময়ে এনসিপি জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটের কারণে জেলা পর্যায়ে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম পিছিয়ে পরছে। এতে আমার কর্মীদের নিয়ে স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করেছি।

ছাত্র অধিকারে নব্য যোগদান করা কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের জোট গঠন নিয়ে দ্বিধা বিভক্তের সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির অবস্থান, নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। জাতীয় নাগরিক পার্টি শুরুতে  দাবি করেছিল- ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য একটি উন্মুক্ত রাজনৈতিক চর্চার পরিবেশ গড়ে তোলা হবো। এমন দৃষ্টিভঙ্গি লালন করা অসংখ্য তরুণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে তারা কথা রাখেনি। আমরা দল ছাড়াতে বাধ্য হচ্ছি।

 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম ও পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের  সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদসহ জেলা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় ছাত্র অধিকারের নেতাকর্মীরা করতালির মাধ্যমে মো. সজিবুল ইসলাম সালমান ও তার অনুসারী কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর