বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাই
ভুক্তভোগী কিনাই ফকির

মাদারীপুরে এক ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিক্ষুকের ওপর হামলার পরের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় বইছে। ভুক্তভোগী কিনাই ফকির মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা।

জানা যায়, জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী কিনাই ফকির। সহজ-সরল এই মানুষটি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন চালান। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় কিশোরগঞ্জের সদস্যরা। তারা কুপিয়ে জখম করে ছিনিয়ে নেয় ভিক্ষার টাকা। পরে আহত অবস্থায় কিনাইকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভিক্ষুকের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা লোকমুখে শুনেছি। যদি থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর