রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুর বিকাশ কর্মীকে গুলি ও কুপিয়ে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম

শেয়ার করুন:

গাজীপুর বিকাশ কর্মীকে গুলি ও কুপিয়ে করে টাকা ছিনতাই

গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় বিকাশের টাকা সংগ্রহ শেষে ফেরার পথে দুই কর্মীকে গুলি ছোড়ে ও কুপিয়ে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ বিকাশ কর্মীর আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত আরিফ হোসেন টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। অপর আহতের নাম আজাদ।

thumbnail_Screenshot_20251213_224738_Editor_Lite

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের টাকা সাশ্রয় শেষে আরিফ তার সহযোগী আজাদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। মধুমিতা রোডের হাউজ বিল্ডিং এলাকার কাছে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা আরিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আজাদকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আরও পড়ুন

উত্তরায় দুই জুলাইযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি আরিফের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

thumbnail_Screenshot_20251213_224750_Editor_Lite

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা জানান, সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গুলি ও কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর