ফেনীতে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও বিদেশি মদ জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথ বাহিনী সূত্র জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। ১৩ জানুয়ারি ফেনী জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার বিরিঞ্চি এলাকা থেকে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/টিবি

