সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

arrest
বিদেশি মদসহ গ্রেফতারকৃত দুজন।

রাজধানীতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শফিউল্লাহ হাওলাদার (২৫) ও দুলাল হাওলাদার (৩০)।


বিজ্ঞাপন


সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, সোমবার ভোরে উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় বিক্রয়ের জন্য অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখা আছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর