মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীসূত্রে জানা যায়, দোহারো গ্রামের বাবু জোয়ার্দ্দার ও নজির জোয়ার্দারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন জোয়ার্দ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ার্দারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা হাসপাতালে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি, ১টি দোকান ও ১টি ইজিবাইকে হামলা চালানো হয়। এ সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দুপক্ষের সামাজিক মাতব্বররা থানায় বসে নিজেদের মধ্যে আপস মিমাংসা করে নিয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর