মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মদ্যে ৩৫ জনকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কুল্লিয়া পূর্ব পাড়ায় সোহেল রানা ও আজাহার আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। এর মধ্যে কিছু মানুষ প্রাথমিক চিকিৎসা নিলেও ৩৫ জনকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্মরত চিকিৎসক মো. মামুন উর রশীদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় সকালে প্রায় ৩৫ জন আহত রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। তাদের অবস্থা গুরুতর না হলেও সবাই হাসপাতালে ভর্তি রয়েছে।’
বিজ্ঞাপন
এএইচ

