ফেনীর দাগনভূঞায় স্বামী মোহাম্মদ ফয়সলের মারধর ও মাথায় আঘাতে সাবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত গৃহবধূ কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মোমেন ও লুতফা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকায় বাইতুল শরীফ মসজিদ কোয়ার্টারে পারিবারিক কলহের জেরে স্বামী মোহাম্মদ ফয়সল স্ত্রী সাবিনা আক্তারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

