সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনীর দাগনভূঞায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

ফেনীর দাগনভূঞায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
নিহত রিকশাচালক সমীর কুমার দাস (২৮)।

ফেনীর দাগনভূঞায় চালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত রিকশা চালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি মাতুভূঁইয়া ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে। পুলিশ বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে।

পুলিশ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রোববার রাতে সমির বাড়িতে না ফেরায় শহরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরি বাড়ির পাশে সমীরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

অপারেশন থিয়েটারে রান্না, বরখাস্ত হলেন সেই ২ নার্স

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান জানান, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এজহার দায়ের করবেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর