সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বোমা মেরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে বোমা মেরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা, এলাকায় আতঙ্ক

হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক। মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে প্রতিরোধ করলে পালিয়ে যায় মুখোশধারী ডাকাতদল। মাদারীপুরের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ঘটনার ভয়ে এলাকাবাসী। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সোয়া তিনটা। মানুষ যখন ঘুমিয়ে, ঠিক তখনই মালয়েশিয়া প্রবাসীর মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরের মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে হানা দেয় ৮-১০ জন মুখোশধারী ডাকাত। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে তাদের প্রতিরোধ করে রাজা মিয়া। পরে পরিবারের লোকজন শুরু করে চিৎকার-চেঁচামেচি। প্রবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ডাকাতদল। পালিয়ে যাওয়ার সময় একাধিক বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বোমার আওয়াজে ছুটে আসেন পাড়াপ্রতিবেশিও। ঘটনার পর এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। ভয়ে দিন কাটছে ভুক্তভোগীর পরিবারের। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মাদারীপুরে গৃহবধূর ওপর হামলার ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসি

ভুক্তভোগী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসি বলেন, আমার বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। সেটি ব্যর্থ হলে সামনের দরজা ভাঙার সময় টের পাই। পরে প্রস্তুতি নিয়ে তাদের প্রতিরোধ করি। ভয়ে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনার পর আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। অপরাধীদের বিচার দাবি করছি।

স্থানীয় বাসিন্দা নুরজামাল মোল্লা বলেন, এভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাবে, বুঝতে পারিনি। এরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ডাকাতির উদ্দেশে। আমরা এই ডাকাতদলের পরিচয় চাই, তাদের বিচারও চাই।

প্রতিবেশী খাইরুল বাশার খালাসি বলেন, মুখোশধারী ডাকাতদল যেভাবে হাতবোমা মেরে আতঙ্ক ছড়িয়েছে, তাতে আমরা সবাই অনেক ভয়ে আছি। আবারও ডাকাতদল আসতে পারে, আমরা এলাকার নিরাপত্তা বাড়ানো দাবি করছি।


বিজ্ঞাপন


thumbnail_Madaripur_11-01-26_(Dakati_News)_Pic_(5)

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রবাসীর বাড়িতে একদল মুখোশধারী প্রবেশের ঘটনা ঘটেছে। বাধার মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় থানায় মামলা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এজন্য থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের পহেলা জানুয়ারি শিবচর পৌরসভাধীন থানা রোড় এলাকার বিআরবি ক্যাবলের শোরুমের ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর ওই বছরের ২৯ এপ্রিল রাজৈরের সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল আলিম ফকিরের বাড়িতেও ঘটে ডাকাতির ঘটনা। লুট হয় নগদ টাকা ও স্বর্ণালংকার।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর