রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেনাপোলে দুই বিদেশি পিস্তলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে দুই বিদেশি পিস্তলসহ যুবক আটক
আটক সাকিব হাসান (২৮)।

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

র‍্যাব সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আটক সাকিব হাসান রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে র‍্যাব জানিয়েছে।

আরও পড়ুন

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী আটক

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধার অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে।

র‍্যাব জানায়, হস্তান্তর প্রক্রিয়া শেষে আসামিকে থানা হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর