পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আবু হোসেন (৩০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালথিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
আটক আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের আকবর আলীর ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির একটি টহল দল সুবেদার এ কে এম আলী আজাদের নেতৃত্বে সালথিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৪৯/এমপি থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বিজিবি সদর দফতরের নির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

