বরগুনা শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল ভষ্মীভূত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদেরের বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের আরও দুটি কক্ষ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ঘরে থাকা লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত একজন গুরুতর অগ্নিদগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে যেতে দেখলেও আগুনের তীব্রতার কারণে ঘরে ঢোকার কোনো সুযোগ ছিল না। জীবন বাঁচাতে তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, গ্রীন রোড এলাকায় আগুনে মরহুম আব্দুল কাদেরের বসতঘরসহ তিন ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/টিবি

