শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে ৩টি বসত ঘর আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৩টি বসত ঘর আগুনে পুড়ে ছাই

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে ভোরবেলায় আগুনে ভস্মীভূত হয়েছে ৩টি বসতঘর।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা। 

অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের মধ্যে থাকা সব জিনিসপত্র সহ মূল্যবান কাগজপত্রও পুড়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীরা জানান, ওই গ্রামের সাহা বাড়ির পলাশ কান্তি সাহার পরিবারের সবাই বেড়াতে গিয়েছিল এবং রাতে পলাশও পিরোজপুর শহরে ছিল। ভোরবেলা ওই বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার পর পলাশের ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে এখনো তারা নিশ্চিত নয়। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ বলতে পারবেন।


বিজ্ঞাপন


দুই বছর আগেও পার্শ্ববর্তী একটি বাড়িতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছিল।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর