রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কোরবানি সম্পর্কিত বিষয়টি ‘স্লিপ অব টাং’ বলে দুঃখ প্রকাশ জামায়াত নেতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

কোরবানি সম্পর্কিত বিষয়টি ‘স্লিপ অব টাং’ বলে দুঃখ প্রকাশ জামায়াত নেতার
রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এ টি এম আজম খান।

সম্প্রতি কোরবানির সঙ্গে তুলনা করে সম্প্রতি একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এ টি এম আজম খান।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

বিবৃতিতে জামায়াত নেতা এ টি এম আজম খান বলেন, সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময়সভায় বক্তব্য দেওয়ার সময় আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কোরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়। বিষয়টি আমার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.) এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থী। ওই বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি এবং যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরো সতর্ক থাকার অঙ্গীকার করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।

আরও পড়ুন

‘মুক্তির একমাত্র পথ জবাবদিহিতাপূর্ণ ইসলামি মূল্যবোধের রাজনীতি’

উল্লেখ্য ইব্রাহিম (আ.) এর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড় বলে মন্তব্য করেছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও কাউনিয়া-পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান। ভাইরাল হওয়া ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জামায়াত নেতা এটিএম আজম খান বলছিলেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করল আমাকে। মোবাইল করে বলল যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়। তারপর আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হতো। তখন তিনি বললেন যে, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এইজন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ।

এদিকে ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড় বলে জামায়াত নেতার বক্তব্য ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এসময় বিরূপ মন্তব্য করেছেন নেটিজেনরা। সেই সঙ্গে ধর্মের ব্যাপারে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন ওই জামায়াত নেতার বিরুদ্ধে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর