রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘মুক্তির একমাত্র পথ জবাবদিহিতাপূর্ণ ইসলামি মূল্যবোধের রাজনীতি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

‘মুক্তির একমাত্র পথ জবাবদিহিতাপূর্ণ ইসলামী মূল্যবোধের রাজনীতি’

দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনামূলক রাজনীতি দেশকে নৈতিক ও সামাজিক সংকটে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ইনসাফ ও জবাবদিহিতাপূর্ণ ইসলামি মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা। 

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর পুষ্পদাম কনভেনশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সভায় সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এসব বলেন।


বিজ্ঞাপন


অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ও সচেতন শক্তি। তাই, পরিবর্তনের এই নেতৃত্ব শিক্ষার্থীদেরই দিতে হবে। আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমেই বঞ্চনামুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।  

সভায় কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ইসলামী ছাত্র রাজনীতি হলো আদর্শ ও নৈতিকতার রাজনীতি। যেখানে পদবী নয়, দায়িত্বকেই পরিচয় হিসেবে ধরা হয়। যেখানে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, বরং সেবা। যোগ্যতা, সততা ও ত্যাগের মাধ্যমে, আজকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়।

মুনতাছির আহমাদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার সংগ্রামে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী রাখতে ঐক্য বজায় রাখা অপরিহার্য, শৃঙ্খলায় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আমাদের শক্তি। আমরা আজ শিক্ষার্থী, কিন্তু আগামীর জাতির নেতৃত্ব গড়ার দায়িত্ব আমাদের এবং সে পরিবর্তনের ভিত্তি হবে ইসলামী শিষ্টাচার ও সাহাবাদের বৈশিষ্ট্য অনুশীলন।

কেন্দ্রীয় সভাপতি দাওয়াত ও সংগ্রামে নবজাগরণ সৃষ্টি, আদর্শে অবিচল ও দায়িত্বকে ইবাদত হিসেবে গ্রহণ করে সারাদেশে সংগঠকদের দায়িত্ব আঞ্জাম দেয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন


এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর