শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দোহারে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

দোহারে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম।

আরও পড়ুন

মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে নিজের জীবনে দিয়ে আন্দোলন ও সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। হাদি একাই রাজপথে লড়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তিনি এক মুহূর্তের জন্য তিনি থামেননি। আমরা অন্তবর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, হাদি হত্যার বিচারে আপনারা কোনো গড়িমসি করবেন না। হাদি হত্যার ইন্ধনকারী, পরিকল্পনাকারী ও অস্ত্রের যোগান দিয়েছিল তাদেরকে জাতির সামনে পেশ করবেন অবিলম্বে। হাদি আন্দোলন সংগ্রামের যে পথ দেখিয়ে গেছেন তার দেখানো পথেই আমরা আগামীতে পথ চলব।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামায়াত নেতা এবিএম কামাল হোসাইন, দেওয়ান শহিদুজ্জামান, নুর এ আলম ঝিলু, হাফেজ আব্দুল ওয়াবহার দোহারী, মুস্তাক আহমেদ, মামুনুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর