আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করা না কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের নামাজে জানাজার আগে দলটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তারা বলেন, মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে স্বেচ্ছাসেবক দল আরো কঠোর কর্মসূচি দেবে।
বুধবার রাতে ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বৃহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা আসামি করে তেজগাঁও থানায় মামলা করেছে।
এদিকে বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয় মুছাব্বিরের কফিন। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমানসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তা না হলে ধরে নেব সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না।
বিজ্ঞাপন
তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে লড়াই চলছে তা কোন হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কোন রক্তপাত সেই লড়াইয়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।
মহানগর উত্তরের সদস্য আমিনুল হক বলেন, একটি মহল নির্বাচন বানচাল করার জন্য হত্যাকাণ্ড সংঘটিত করছে। মুছাব্বির একজন সাহসী সৈনিক ছিলেন। শত শত মামলা, নিপীড়ন সহ্য করেছেন কিন্তু রাজপথ ছাড়েনি। আমরা মনে করি, মুছাব্বিরের হত্যাকাণ্ড নির্বাচন বানচালকারীদের চক্রান্তের অংশ। উদ্দেশ্য একটাই দেশকে অস্থিতিশীল করা। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মুছাব্বিরেরে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা মুছাব্বিরের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করুন নইলে আমরা খুঁজে বের করব। এই হত্যা কোনোভাবে মেনে নেয়া যায় না।
বিইউ/এএস

