শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৪ শিক্ষকের জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৪ শিক্ষকের জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করে দেওয়া হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনি কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, দৈয়ারা দাখিল মাদরাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

শামীম ওসমানহীন নারায়ণগঞ্জ-৪ আসনে লড়াই হবে চতুর্মুখী

এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


চাঁদপুর-৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর ৩ জন ও বিএনপির একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর