শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, পুরাতন গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়

সুমন চন্দ্র, দিনাজপুর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, পুরাতন গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়
পুরাতন গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের শীত নিবারণের জন্য পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেখানে কম দামে সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার ও কম্বল পাওয়া যায়। নতুন কাপড়ের তুলনায় সাশ্রয়ী হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষেরা এখানে ভিড় করছেন শহীদ বড় ময়দানের পাশের হকার্স মার্কেটে। সকাল থেকে সন্ধ্যা, শিশু থেকে বৃদ্ধ—সবাই এখান থেকে মোটা সোয়েটার, ব্লেজার, জ্যাকেট ও মাফলার বেছে নিচ্ছেন।

এই মার্কেটে পুরাতন কাপড় হলেও দাম কমে পাওয়া যায়। ১০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে তুলনামূলক ভালো মানের কাপড় পাওয়া যায়।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের শহীদ গোড় এ বড় ময়দানের হকার্স মার্কেটে শীতের কারণে পুরাতন মোটা কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। অনেক শীতার্ত মানুষ স্বল্প দামে সোয়েটার, ব্লেজার, জ্যাকেট, টাউজার মাফলারসহ নানা ধরনের শীতের পোশাক কিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন।

Dinajpur-1

সালাম নামে এক ক্রেতা বলেন, গোড়ের এই হকার্স মার্কেটে পুরাতন মোটা কাপড়ের দাম অনেক কম। যে কাপড় এখানে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়, সেই একই ধরনের কাপড় নতুন মার্কেটে গেলে কয়েক হাজার টাকা খরচ হয়। আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য এই মার্কেট সত্যিই অনেক উপকারে আসে। কম দামে কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছি।

একই রকম মত প্রকাশ করেন মাছুমা খানম। তিনি বলেন, এই হকার্স মার্কেট আছে বলেই আমাদের মতো গরিব মানুষ ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে মোটা কাপড় কিনতে পারছি। এই কাপড় দিয়েই শীত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি। আমাদের জন্য এই বাজার সত্যিই স্বস্তিদায়ক।


বিজ্ঞাপন


পুরাতন কাপড় বিক্রেতা মজিবুর রহমান বলেন, ঠান্ডা বেড়ে গেলে বেচা বিক্রি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এক সপ্তাহের বেশি ধরে শীত একটু বেশি পড়েছে, তাই বেচাবিক্রি অনেক ভালো হচ্ছে। আমাদের দোকানে সোয়েটার, ব্লেজার, মাফলারসহ শিশুদের পোশাকও আছে। ক্রেতারা নিজেদের পছন্দমতো কাপড় কিনে নিয়ে যাচ্ছেন।

Dinajpur-2

অপর বিক্রেতা হারুনুর রশিদ বলেন, আমরা মূলত সৈয়দপুরসহ বিভিন্ন জায়গা থেকে পুরাতন মোটা কাপড় সংগ্রহ করি। অল্প লাভে কাপড় বিক্রি করি। শীত যত বাড়ে, বিক্রি ও লাভ দুটোই বেড়ে যায়।

হকার্স মার্কেট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। শীত বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আসছেন এবং স্বল্প দামে নিজেদের পছন্দের কাপড় কিনে নিচ্ছেন। মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শীত আরও বাড়লে ক্রেতার ভিড়ও বেড়ে যাবে বলে আশা করছি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর