শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

মাদারীপুরে এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদরাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলালায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম ওসমান গনি (১৯)। সে স্থানীয় বাইতুন নুর ক্যাডেট মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার উত্তরীপাড়া এলাকার বেলাল হাওলাদারের ছেলে। আহত হাসিবুল মোল্লা (১৬) মাদারীপুরের রাজৈরের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, টেকেরহাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে মাদরাসাছাত্র ওসমান গনি রাজৈরের দিকে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকার আসলে পেছন থেকে আসা বরিশালগামী যাত্রীবাহী এক বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওসমান। গুরুতর আহত হাসিবুল মোল্লাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর হাসপাতালে আছে। পরিবারের সদস্যদের আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর