রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জীবন তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তুষার (১৭) নামের অপর এক কিশোর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়ার পবা হাইওয়ে থানার সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
জীবন তালুকদার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। পেশায় তিনি শ্রমিক। তার দুই সন্তান রয়েছে। আহত তুষার একই এলাকার জমসেদের ছেলে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন ও তুষার শিবপুরহাটের পবা হাইওয়ে থানার সামনে সাগরের দোকানে চা পান শেষ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা সড়কের উত্তর পাশ থেকে ঘুরে পশ্চিম দিকে যাওয়ার সময় মহাসড়কের মাঝখানে হঠাৎ মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। বিপদ বুঝে আরোহী তুষার দ্রুত মোটরসাইকেল থেকে লাফিয়ে প্রাণ রক্ষা করলেও চালক জীবন আটকা পড়েন। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের এক দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়।
পবা হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় সেটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করবেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি

