চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ও ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রফিকুল ইসলাম (৩৩) আলমডাঙ্গা উপজেলার পারকুলা আবাসন প্রকল্পের মৃত আলী আকবারের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই মো. আব্দুল মতিন (পাইকপাড়া পুলিশ ক্যাম্প) সঙ্গীয় ফোর্সসহ পারকুলা এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় ওই এলাকার আস্তানাপাড়া মোল্লা মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ১০২ পিস ইয়াবা ও ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

