বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ বছর।‌ তার পরনে  লুঙ্গি ও জ্যাকেট ছিল।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর