শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

শেয়ার করুন:

ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৌণে ১২টার দিকে ঢাকা রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম নিলয় দাস। তিনি ধামরাই উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ৩৭ বছর বয়সী নিলয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বলেন, হাইটেক পার্ক এলাকায় ট্রেনের নিচে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর